৩২০ টন পাথর নিয়ে মেঘনায় ডুবেছে বাল্কহেড

বরিশালের মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে ৩২০ টন পাথর নিয়ে এমবি রায়হান-১১ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় বাল্কহেডের চালকসহ চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে রবিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাল্কহেডের চালক জানিয়েছেন, সুনামগঞ্জ থেকে ৩২০ টন পাথর নিয়ে ভোলায় যাচ্ছিল এমবি রায়হান-১১ বাল্কহেডটি। বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডটি ডুবে যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বাল্কহেডটি উলানিয়া লঞ্চঘাট এলাকায় ডুবে যায়। খবর পাওয়ার পরই কালিগঞ্জ এলাকায় থাকা কোস্টগার্ডের একটি দলকে পাঠানো হয়। পরে বাল্কহেডের চালকসহ চার জনকে জীবিত উদ্ধার করা হয়।’

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুন নবী বলেন, ‘বৈরী আবহাওয়ায় মেঘনা নদী উত্তাল থাকায় পাথরবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। পরে বাল্কহেডে থাকা চার জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বাল্কহেডটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএকে খবর দেওয়া হয়েছে।’