রাতে ঝড়ে ট্রলারডুবি, সকালে ভেসে উঠলো শ্রমিকের লাশ

পটুয়াখালীতে ঝড়ের কবলে ইটবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ নুর ইসলাম মোল্লা (৩৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় লোহালিয়া নদীর প্রত্যাপপুর খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে লোহালিয়া নদীতে ট্রলারটি ডুবে নুর ইসলাম নিখোঁজ হন। তিনি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের বশির মোল্লার ছেলে। 

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হাওলাদার জানান, ট্রলারের মাঝিসহ তিন জন পটুয়াখালী থেকে ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। রাতে প্রত্যাপপুর এলাকায় পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। পরে প্রত্যাপপুর খেয়াঘাটে নোঙর করেন তারা। রাত ৯টার দিকে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মাঝি ও আরেক শ্রমিক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন নুর ইসলাম।  সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করেছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’