বরিশালে বিএনপির আরও ১৪ নেতাকর্মী আহতের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলায় গণসমাবেশের লিফলেট বিতরণকালে যুবলীগের হামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহবুব মাস্টারসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বন্দর বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বিএনপি নেতা নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জালিস মাহামুদ, সদস্য সোহেল বেপারী, যুবদল নেতা মহিউদ্দীন মিলন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সৌরভ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, রুহুল মল্লিক, কৃষক দল নেতা বাবু ডাকুয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন তালুকদার, সদস্য মাকসুদুর রহমান ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম মৃধা ও মো. খোকন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টার দাবি করেন, ৫ নভেম্বর (শনিবার) বরিশালের গণসমাবেশ সফল করার লক্ষ্যে বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় পুল সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করছিলাম। এ সময় বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মহসিন ফকির, সুমন রায়, তপু, পলাশ, মশিউর রহমান সুমন, সুমন খাসহ যুবলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ১৪ নেতাকর্মী আহত হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও বানারীপাড়া থানার ওসি মাকসুদ চৌধুরী বলেন, এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। তারপরও লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, আজ বিকালে বাকেরগঞ্জে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও পুলিশ দাবি করছে, লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি।