সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে হামলা

বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে সাত জন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের কাছে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের নাম জানায় যায়নি। ঘটনার পর ইশরাককে নিয়ে গাড়িবহরটি সমাবেশস্থলের দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শী ও গাড়িবহরে থাকা মামুন ভূঁইয়া, ইমরান হোসেন, মাসুদ রানা, সহিদুল হকসহ একাধিক নেতা অভিযোগ করে বলেন, ‘ইশরাকের গাড়িবহরে ২৭টি গাড়ি ছিল। সমাবেশে যোগ দিতে সকালে গৌরনদী মাহিলাড়া এলাকা অতিক্রমের আগে একদল যুবককে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। কিন্তু তারা যে হামলার জন্য অপেক্ষা করছিল তা বুঝতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। ওই স্থান অতিক্রমের সঙ্গে সঙ্গে ইট নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় ইটের ও ভারী বস্তুর আঘাতে গাড়ির মধ্যে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।’

হামলায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন

গাড়ির বহর থামালে সেখানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। এরপর প্রতিরোগ গড়ে তোলা হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ইশরাককে নিয়ে গাড়িরবহর সমাবেশস্থলে চলে আসে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিএনপি নেতার গাড়িবহরে হামলার বিষয়ে তার কিছুই জানা নেই। তবে মাহিলাড়ায় একটি শ্রমিক লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।