সরকারের শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,  ‘আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য ২৬টি শর্ত দেওয়া হয়েছে। আপনাদের (সরকার) শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বরিশালে দলীয় কার্যালয়ের সামনে করা বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি। দেশব্যাপী পুলিশের করা মামলা, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।

গয়েশ্বর বলেন, ‘আপনারা কোনও নিয়মকানুন জানেন যে খেলবেন। আর আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না। যারা দিনের ভোট রাতে দেয় তাদের সঙ্গে বিএনপি খেলে না। যেদিন দিনের ভোট দিনে হবে, জনগণ যার যার ভোট তার পছন্দের ব্যক্তিকে দিতে পারবে, সেদিনই বিএনপি খেলবে। সেই খেলায় বিএনপির ‘‘এ’’ ডিভিশনের প্লেয়ারের প্রয়োজন হবে না। ‘‘সি’’ ডিভিশনের প্লেয়ারই যথেষ্ট।’

ঢাকায় বিএনপির মহাসমাবেশের বিষয়ে তিনি বেশ কিছু শর্ত তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম শর্ত হচ্ছে ১০ ডিসেম্বর সমাবেশের দিন রাস্তায় পুলিশ ও দলীয় কর্মীদের দিয়ে বাধা দেওয়া চলবে না। সারা দেশে গায়েবি মামলা বন্ধ করুন, বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেওয়া বন্ধ করুন। তা না হলে স্বাধীনতা যুদ্ধকালে যেভাবে পাক সেনাদের ওপর হানা দিয়েছিলাম, সেভাবে আমরাও হানা দেওয়ার জন্য প্রস্তুত।’

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।