পিরোজপুরে নাশকতার মামলা, ঢাকায় যুবদল নেতা গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়ীয়া থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় মঠবাড়ীয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনের পানির ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল।

তিনি বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলায় মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য এই মামলা করা হয়েছে। এই জাতীয় গায়েবি মামলার কারণে আমাদের নেতাকর্মীরা আজ বাড়িছাড়া।’

মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৪ ডিসেম্বর রাতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবিরসহ দলের ১০২ জনকে নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ওই মামলার আসামি উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’