তন্নী হত্যা মামলায় দুজন রিমান্ডে

পিরোজপুরের মঠবাড়ীয়ায় তন্নী আক্তারকে (২৪) গলাকেটে হত্যার ঘটনায় মঠবাড়ীয়া থানা পুলিশ রবিবার (১ জানুয়ারি) তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত. কুদ্দুস আকনের ছেলে ছগীর (৪২), সাইয়েদ আকনের ছেলে ওমরসানী (২৮) ও সালমার ছেলে সাকিব (২৫)।

নিহত তন্নীর লাশ উদ্ধারের ১০ দিন পরে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ছগীর ও সাকিবের রিমান্ড চেয়ে সোমবার (২ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হলে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর ওমরসানীকে আদালতে সোপর্দ না করে থানা হেফাজতে রাখা হয়েছে। ছগীর মঠবাড়ীয়ার এক সাংবাদিকের কন্যা উর্মি হত্যা মামলারও চার্জশিটভুক্ত আসামি।

মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ছগীর ও সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে মঠবাড়ীয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ম্যাজিস্ট্রেট মো. কামরুল আজাদ শুনানি শেষে ছগীরের এক ও সাকিবের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে তন্নীর গলাকাটা লাশ উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মান্নান আকনের (বুইর‌্যার বাড়ি) বাগান থেকে উদ্ধার করে মঠবাড়ীয়া থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক আকন (৭২) ২৩ ডিসেম্বর শুক্রবার মঠবাড়ীয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এর আগে ২১ ডিসেম্বর বিকাল থেকে তন্নী নিখোঁজ ছিলেন।