কেনাকাটা করতে গিয়ে সড়কে ২ বোন নিহতের ঘটনায় মামলা

ঢাকা-পিরোজপুর সড়কের পিরোজপুরের আধাঝুড়ি এলাকায় ইমাদ পরিবহনের বাসের চাপায় মুক্তা আক্তার (২৫) ও মারিয়া আক্তার (১১) নামে দুই বোন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিহত দুই বোনের বাবা নজরুল ইসলাম শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলাটি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিন ভাইবোন তাদের বাড়ি থেকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে কেনাকাটা করতে যান। শীতের পোশাক কেনা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। আধাঝুড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তা মারা যান। মারিয়া ও তাদের ভাই মানজুরুল ইসলামকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে মারিয়াও মারা যান। বাসের চাপায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- ভ্যান চালক মনির শেখ (৫০) ও আরোহী আজিজুল গাজী (৩৫)।

কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্সে এবং ছোট বোন মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তেন।

পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনে হওয়া মামলায় ইমাদ পরিবহনের চালককে আসামি করা হয়েছে। ঘাতক বাসটিকে যখন আটক করা হয় তখন এর চালক পালিয়ে যায়। পলাতক চালককে গ্রেফতারে অভিযান চলছে।