মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মোর্তোজা বাদী হয়ে দুমকি থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিয়তুল্লাহ দুমকি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে। তিনি দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয় বাংলা চত্বরে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ওপরে উঠে একটি অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তাকর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেন। পরে দুমকি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে রাতেই তাকে পুলিশে সোপর্দ করে। পরে মামলা করা হলে গ্রেফতার দেখানো হয়।

দুমকি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।