অটোরিকশাকে বাসের ধাক্কা, দুই বোনসহ নিহত ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশাকে বাসের ধাক্কায় দুই বোনসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতোরুদ্দিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাওসার মাতব্বরের মেয়ে রিমা (১৭) ও তার চাচাত বোন জাহাঙ্গীর মাতব্বরের মেয়ে শিখা (১৭), একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশা চালক আবদুল কাদের। 

নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অটোরিকশা চালক কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত  বলে জানান।

তিনি আরও জানান, বাসের ড্রাইভার আলামিনকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকা থেকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।