কাভার্ডভ্যানেই সিএনজি রিফুয়েলিং স্টেশন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাভার্ডভ্যানকে ভ্রাম্যমাণ সিএনজি রিফুয়েলিং স্টেশন বানিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তরল গ্যাস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব কাভার্ডভ্যান থেকে ৬১৪টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। 

রবিবার (২৬ মার্চ) রাতে সাতকানিয়া থানাধীন কেরানীহাট-বান্দরবান সড়কে অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির সময় তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- মো. আজিজুল হক (৪৫), হুমায়ুন কবির (২৭) ও মো. আলমগীর (৪০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে তরল গ্যাস বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন জনকে আটক করা হয়। এ সময় চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব কাভার্ডভ্যান থেকে ৬১৪টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চক্রটি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতরে সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে বিক্রি করে আসছিল। প্রত্যেকটি কাভার্ডভ্যানে ১৫৩টি করে সিলিন্ডার স্থাপন করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, এসব গ্যাস সিলিন্ডার অবৈধ ও অনিরাপদ। সরকারিভাবে নীতিমালা বহির্ভূত। এসব সিলিন্ডার থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।