দুই আইনজীবীর মৃত্যুতে পিরোজপুর আদালতে ফুল কোর্ট রেফারেন্স

পিরোজপুরের সিনিয়র আইনজীবী মো. শামসুল হক ফকির এবং সিনিয়র আইনজীবী এস এম বেলায়েত হোসেনের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স পালিত (আদালতের কার্যক্রম বন্ধ রেখে শ্রদ্ধা জ্ঞাপন) হয়েছে। জেলা জজশিপের উদ্যোগে বুধবার (১২ এপ্রিল) সকালে জেলা জজ আদালত কক্ষে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামানের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স পালিত হয়।

তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মজীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট হরেন্দ্রনাথ অধিকারী, মরহুম শামসুল হক ফকিরের ছেলে এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল হক মিঠু ও মরহুম আইনজীবী বেলায়েত হোসেনের ছেলে রেজাউল ইসলাম সুমন। 

ফুল কোর্ট রেফারেন্স সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমডি আউয়াল। সভায় দুই আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। 

এ সময় বিচারক ও আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এদিন রেওয়াজ মোতাবেক আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় দুই আইনজীবীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমডি আউয়াল, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ, জিপি প্রেমানন্দ হালদার, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি শহিদুল হক পান্না প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।