পিরোজপুরের কাউখালী উপজেলায় শিয়ারকাঠি গ্রামের চৌরাস্তা এলাকায় হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ এপ্রিল) রাতে তাকে হত্যা করা হয়। নিহত হাসিব বয়াতির বাড়ি উপজেলার শিয়ালকাঠি গ্রামে। তার বাবার নাম ইউনুস বয়াতি।
নিহত হাসিব বয়াতির মা নিরু বেগম বলেন, স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে ও পূর্ব বিরোধে চলে আসছিল। এরই জের ধরে বুধবার ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ পর তাকে মারধর করলে হাসিবের চিৎকার শুনে আমি লাইট নিয়ে নির্জন ভিটায় গেলে তাকে রক্তাক্ত জখম অবস্থায় পরে থাকতে দেখি। এ সময় আমি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘স্থানীয় মোস্তফা মোল্লা, মহারাজ, নুরুল ইসলাম, সিদ্দিক গাজী এবং তোফাজ্জলসহ স্থানীয় ও ভাড়াটিয়া প্রায় ৫০ জন সন্ত্রাসী মিলে হাসিব বয়াতিকে কুপিয়ে হত্যা করে।’
রাজাপুর থানার এসআই পলাশ হোসেন জানান, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, হাসিব বয়াতির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।