চরফ্যাশনে সাংবাদিক জাহিদের ওপর আবারও সন্ত্রাসীদের হামলা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক আদিত্য জাহিদের ওপর আবারও হামলা চালানো হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা বাজারে তার নিজস্ব চেম্বারে এ হামলা চালানো হয়। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এ তথ্য জানান।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৪ এপ্রিল সাবেক সচিব মেজবাহ উদ্দিনের গণসংযোগের সময় তার লোকজনের ওপর হামলার ঘটনার ঘটে। এরপর সন্ত্রাসীরা সাংবাদিক জাহিদ ও তার ছেলের ওপর একইভাবে হামলা চালায়। সেই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা হয়েছে। তারই জেরে বুধবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে ফয়সাল, করিম মৃধা, আবির, হুমায়ুন, আবু তাহের, শামীম মনিরসহ একদল সন্ত্রাসী জাহিদের চেম্বারে হামলা চালায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও বাংলাদেশ মিররের সম্পাদক আলহাজ্ব আহাদ চৌধুরী তুহিন এ ঘটনায় তীব্র নিন্দা জানান। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।