বিয়ে শেষে ফেরার পথে ট্রলারডুবি, বরসহ আরও ৩ জনের লাশ উদ্ধার

পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোজ চার জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২৫) ও তার মা সেলিনা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বন্যাতলী এলাকা থেকে বরের ফুফাতো বোন খাদিজার (৭) লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও উদ্ধার হওয়া যাত্রীরা জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীবাহী ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়।

এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ১৫ জন সাঁতরে অন্য নৌকায় উঠলেও নিখোঁজ হন বর, তার মা, ফুফু লিপি বেগম (২৮), ফুফাতো বোন খাদিজা (৭) ও মারিয়া (৮)। ঘটনার পরপরই স্থানীয় জেলেরা লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন বাকি চার জন।

আজ ফায়ার সার্ভিসের ডুবু‌রিদল অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদী থেকে রাব্বি, তার মা সেলিনা বেগম ও ফুফাতো বোন খাদিজা লাশ উদ্ধার করেন। বর্তমানে নিখোঁজ শিশু মারিয়ার লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, এ পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক শিশু নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।