ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলার রাজাপুরের নিজের বাড়ি থেকে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, শাহজাহান ওমরের নির্দেশে বাড়ির কেয়ারটেকার বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাজাপুর উপজেলার বাইপাস সড়কের অবস্থিত তার মালিকানাধীন বাড়ি থেকে উপজেলা বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়। সন্ধ্যায় বাইপাস সড়কে গিয়ে দেখা যায় ওই বাড়িতে বিএনপির দলীয় কোনও ফেস্টুন, পোস্টার ও সাইনবোর্ড নেই।
এদিকে শাহাজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন।
তবে ইতোপূর্বে এ আসনে নৌকা প্রতীক পাওয়া বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, বজলুল হক হারুনের নৌকা প্রতীক বরাদ্দ বাতিল হলে তারা নির্বাচনের মাঠে না থাকার সম্ভাবনাই বেশি।
এ বিষয়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বলেন, এ বিষয়ে আমি অবগত নই।
জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, শাহজাহান ওমর আওয়ামী লীগে যাওয়ায় ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিনি দলকে সবসময় বিভক্ত করে রাখতেন। তিনি আওয়ামী লীগে যাওয়ায় আমরা খুশি।