প্রার্থিতা প্রত্যাহার

বরিশালে তিন ছাড়লেও দুইয়ে আছেন রাশেদ খান মেনন

বরিশালের ছয়টি আসনের মধ্যে ৪টি আসন থেকে নৌকার দুই প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপিকে। এ কারণে ওই আসন থেকে নৌকার প্রার্থী তালুকদার মো. ইউনুস তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি মেনে নিয়েছেন। নির্দেশ মোতাবেক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।

এ আসন থেকে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জোট থেকে ওই আসনের বর্তমান এমপি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে মনোনয়ন দেয়া হয়েছে। এ কারণে ওই আসন থেকে নৌকার প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার খালিদ হোসেন স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে জাকের পার্টির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলতাফ হোসেন ও স্বতন্ত্র যুবলীগ নেতা রাজীব আহম্মেদ তালুকদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

স্ব-স্ব প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।