X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

সেলুনকর্মী হত্যা: শেখ হাসিনা-ইনু-মেননসহ আরও অনেকের নামে মামলা

সাভার প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ১১:৪৪আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৬:৪৬

সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক সেলুনকর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংবাদিকসহ ৭৫ জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) নিহতের ছোট ভাই আনারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী ইমরুল হাসান বলেন, ‘গতকাল (মঙ্গলবার) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছে। আদালত আগামী ৩ দিনের মধ্যে আশুলিয়া থানাকে মামলাটি রেকর্ড করার আদেশ দিয়েছেন।’

নিহতের নাম জাহিদুল ইসলাম সাগর (২৮)। তিনি রংপুরের তাজহাট থানাধীন দুর্গাপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিলসহ কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৭৫ জন নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-২০০ জনকে।

বাদী আনারুল ইসলামের অভিযোগ, তারা পরিবারের সঙ্গে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি এলাকায় বসবাস করতেন। তার ভাই (সাগর) একটি সেলুনের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন সাগর। দুপুর ২টার পর বাইপাইল এলাকায় স্থানীয় এমপি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাগরকে মারধর করার পাশাপাশি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহম্মেদ ভুঁইয়া সাগরের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সাগরের মরদেহ গ্রামের বাড়ি রংপুরে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

মামলায় আসামি করা বিষয়ে সাংবাদিক জাহিদ হাসান শাকিল বলেন, ‘আন্দোলনের পুরোটা সময়জুড়ে মাঠপর্যায়ে থেকে আমি ছাত্র-জনতার এই আন্দোলন কাভার করেছি। আমাকে কীভাবে এই মামলায় আসামি করা হলো তা কোনোভাবেই বোধগম্য নয়। আমি কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? বিষয়টি আমাকে বেশ হতবাক করেছে, একই সঙ্গে এটি দুঃখজনকও।’ নিজেকে প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন এই সাংবাদিক।

/কেএইচটি/
সম্পর্কিত
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিমের শিশুকন্যার দায়িত্ব নিলেন জামায়াত আমির
নতুন দলের নিবন্ধন: ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিমের শিশুকন্যার দায়িত্ব নিলেন জামায়াত আমির
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিমের শিশুকন্যার দায়িত্ব নিলেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল