বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০) ও আরোহী অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫)।

আটককৃতরা হলেন ঘাতক বাসের চালক মিন্টু মিস্ত্রি ও হেলপার রবীন হাওলাদার।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সাকুরা পরিবহন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়। তবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও আরোহীর পরিচয় মেলেনি।

স্থানীয়রা ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।