‘উন্নয়নের কারণে পিরোজপুরের মানুষ সন্তুষ্ট, জয়ের ব্যাপারে আমি আশাবাদী’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ করেছেন। এদিন পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের। এবার এমপি নির্বাচিত হলে দলীয় ইশতেহারের পাশাপাশি ১০টি কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

গত কয়েকদিন পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

শ ম রেজাউল করিমের ১০ প্রতিশ্রুতি

১. নিত্যপণ্যের দাম সব শ্রেণিপেশার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
২. কর্ম-উপযোগী শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে ও বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
৭. নিম্নআয়ের মানুষের জন্য সুলভে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।
৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

শ ম রেজাউল করিমের ১০ প্রতিশ্রুতি

শ ম রেজাউল করিম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। শুরুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারও তিনি একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের

শ ম রেজাউল করিম বলেন, ‘এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের প্রার্থী করায় নির্বাচনি এলাকাজুড়ে উৎসব শুরু হয়েছে। গত পাঁচ বছরে এলাকার রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচুর উন্নয়নকাজ করেছি। ব্যাপক উন্নয়নের কারণে এখানকার মানুষ আমার ওপর সন্তুষ্ট। আবারও বিপুল ভোটে জয়লাভ করবো বলে আমি আশাবাদী।’