জাল ভোট দেওয়া যুবককে হাতেনাতে ধরে ৬ মাসের জেল

বরগুনায় জাল ভোট দেওয়ায় সাবেত হোসেন (২৮) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনের সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু সালেহ মো. আরমান ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

ওই যুবক বরগুনা সদর উপজেলার ৯নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছগির হাওলাদারের ছেলে।

পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, সাবেত নামের এক যুবক অবৈধ ভোট দিতে এসে ধরা পড়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া হয়েছে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা জানান,  সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫নং ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ায় সাবেত হোসাইনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারা মোতাবেক ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।