আবারও জয়ী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি ভোট পেয়েছেন ৮৫ হাজার ৪১০। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক)  সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।

এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন। পিরোজপুর-১ আসন পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের বাড়ি জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে বিজয়ী হন তিনি। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়া তিনি একনেকেরও মেম্বার হন। 

আলাপকালে শ ম রেজাউল করিম বলেন, করোনা, ইউক্রেন যুদ্ধ, এরমধ্যে কাজ করার সময় পেয়েছি মাত্র দুই বছর। তারপরও পিরোজপুর-১ আসনে উন্নয়ন করার চেষ্টা করেছি। কোনও অনৈতিকতার আশ্রয় নেইনি। নিয়োগ বাণিজ্য-বদলি, টিআর, কাবিখার বরাদ্দে কোনও ঘুষ নেইনি। এ কারণে মানুষ আবার আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একে এম এ আউয়ালের বাড়ি পিরোজপুর সদরে। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।