মরা মুরগি বিক্রি করায় ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় দোকানে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী গোলাম মোস্তফা উপজেলার আন্ধারমানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মঠবাড়ীয়া শহরে মুরগির দোকান রয়েছে তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়ীয়া শহরের পুরোনো মাছ বাজার-সংলগ্ন গোলাম মোস্তফার দোকানে অভিযান চালিয়ে কয়েকটি মরা মুরগি পাওয়া যায়। পরে মরা মুরগি বিক্রির কথা স্বীকার করায় এই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মরা মুরগিগুলো মাটিচাপা দেওয়া হয়।’