ফরিদপুর সদর উপজেলায় নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাহিম বিশ্বাস নামে এক মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সাহেব আলী বিশ্বাসের ছেলে রাহিম বিশ্বাসের দোকানে অভিযান চালানো হয়। দোকানে অবৈধ নকল সিগারেট, মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক এবং নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী মজুতের প্রমাণ পায় প্রশাসন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় রাহিম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।
জব্দকৃত নকল সিগারেটগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং স্থানীয় জনগণকে সচেতন করতে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রচার চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।