বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন

ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে ৪০ বহিরাগত আটক

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত হিসেবে প্রবেশ ও প্রভাব বিস্তার করার অভিযোগে ৪০ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত প্রবেশ ও প্রভাব বিস্তার করার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জনকে আটক করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আমতলী পৌরসভার নির্বাচন চলাকালীন সময়ে বহিরাগতরা প্রবেশ করে প্রভাব বিস্তারের সময় বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রভাব বিস্তারের আশঙ্কায় ৪০ জন বহিরাগতকে আটক করা হয়েছে। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২ প্লাটুন বিজিবি, ৯০ জন আনসার ব্যাটালিয়ন, র‍্যাবের দুটি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আবদুস সালাম বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছেন।

আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমতলী পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৫৭৮ এবং নারী ভোটার আট হাজার ২৫৯ জন।