X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মে ২০২৫, ১৭:৪৪আপডেট : ০৩ মে ২০২৫, ১৭:৪৪

চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রের পাড় থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মিয়ানমারের কয়েকজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে চট্টগ্রামে প্রবেশের জন্য খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা ভাসানচর রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিল। এজন্য পতেঙ্গায় সমুদ্রে পাড়ে আশ্রয় নেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নগরের পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবক সাংবাদিকদের জানান, জনপ্রতি দুই হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে। শুক্রবার রাত ১টায় তাদের নৌকায় তুলে পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। 

/এএম/ 
সম্পর্কিত
ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
নিখোঁজের দুদিন পর মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী-শাশুড়িসহ আটক ৩
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!