চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রের পাড় থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে র্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মিয়ানমারের কয়েকজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে চট্টগ্রামে প্রবেশের জন্য খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা ভাসানচর রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিল। এজন্য পতেঙ্গায় সমুদ্রে পাড়ে আশ্রয় নেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নগরের পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবক সাংবাদিকদের জানান, জনপ্রতি দুই হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে। শুক্রবার রাত ১টায় তাদের নৌকায় তুলে পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল।