হোটেল থেকে আগুন, ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটা পৌরসভার ব্রিজের উত্তর পাড় বড় পাথরঘাটায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন।

বুধবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ব্রিজের উত্তর পাড়ে বড় পাথরঘাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে পাথরঘাটা হোটেল ব্যবসায়ী ইদ্রিসের হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে হোটেল, ওষুধের দোকান, মুদি ও সারের দোকান পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিয়ে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের খোঁজ নিয়েছি এবং তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাময়িক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছি।

পাথরঘাটা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কী পরিমাণে ক্ষতি হয়েছে তা নির্ণয়ের জন্য কাজ চলছে। অগ্নিকাণ্ডে হোটেল মালিক ইদ্রিস শরীফ (২৯) ও ফায়ারম্যান ইলিয়াস (২৮) নামের দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।