চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই আদেশে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ এপ্রিল) বিকালে আসামির উপস্থিতিতে বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডিত বাছিরউদ্দিন জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামের মৃত আব্দুল মালেক জমাদ্দারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর গরিব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিশোরীর চিকিৎসার জন্য তার দূর সম্পর্কের আত্মীয় আসামি বাছির বরিশাল নগরীতে নিয়ে আসে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডের আবাসিক হোটেল সাউথ বেঙ্গলের ১৫ নম্বর কক্ষ ভাড়া নেয়। ওই হোটেল কক্ষে কিশোরীকে ধর্ষণ করে।

৬ নভেম্বর ভোরে পালিয়ে পুলিশকে বিষয়টি জানায় ভুক্তভোগী। পুলিশ এসে বাছিরকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন কিশোরী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে।

২০১৩ সালের ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ওসিসির এসআই সেলিম খান বাছিরকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।