বোরহানউদ্দিনে দুই ইউপিতে আ.লীগ প্রার্থী জয়ী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থগিত হওয়া দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা হলেন, পক্ষিয়া ইউনিয়নে নাগর হাওলাদার ও বড় মানিকা ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার।
উপজেলা রিটার্নিং অফিসার কল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সোমবার  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জসিম উদ্দিন হায়দার এর আগেও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

/এআর/

আরও পড়ুন:

পাঞ্জাবকে হারিয়ে দারুণ শুরু গুজরাটের

বিমানবন্দরের নিরাপত্তা পদক্ষেপে ব্রিটিশরা সন্তুষ্ট