নোয়াখালী সদরে ১০ ইউপি’র ১০০ কেন্দ্রে ভোট চলছে

ইউপি নির্বাচন ২০১৬ষষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।১০টি ইউনিয়নের ১০০ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৯০ জন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৫ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৩৯৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালী, ধর্মপুর ও নোয়ান্নই এই ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা  হাতে নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার নিয়োজিত রয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার রাখা হয়েছে। এছাড়াও বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ টিম টহলে রয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন- 

শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

/এফএস/