চৌমুহনীতে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

নোয়াখালীনোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে আগুনে কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। রবিবার ভোররাতে বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানীরা জানায়, রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এতে বাজারের হোটেল, মোবাইল দোকান, ইলেক্টনিক্স সামগ্রী, কনেফকশনারিসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তারা।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

/এমও/