হুরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে জড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

comilla nurul islam nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামের কথা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। তাদেরকে বেহেস্ত ও বেহেস্তের হুরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। ওইসব জঙ্গিদের লাশ বাবা মা নিচ্ছেন না। যাদের লাশ বাবা মা গ্রহণ করে না তারা কিভাবে বেহেস্তে যাবেন? এটা বিভ্রান্তিমূলক ছাড়া আর কিছুই না। রবিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া সমিতি আয়োজিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪২৪ শিক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ২৬৪ জন ও ছাত্রী ১৬০ জন। ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল,সাঁতার, হ্যান্ডবল ও কাবাডি। ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো.হাসানুজ্জামান কল্লোল প্রমুখ। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

আরও পড়ুন:
ভবিষ্যৎ অন্ধকার কইরা গেলো কারখানার আগুনে!

/বিটি/