বালি উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত ৩

ফেনীফেনীর কালিদাস পাহালিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাধা দেওয়ায় তিনজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দুপুরে সোনাগাজীর রঘুনাথপুর গ্রামবাসীর ওপর গুলি চালায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধরা হলেন- মিজানুর রহমান (৩৭), জাহাঙ্গীর আলম (৩৫) ও মানিক(২৪)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, দুর্বৃত্তরা ড্রেজার মেশিনসহ পাঁচটি ট্রলার নিয়ে ওই স্থানে গিয়ে বালু উত্তোলনের সময় রঘুনাথপুরবাসী বাধা দেয়। এতে বাধা ডিঙিয়ে তিনটি ট্রলার বালি ভর্তি করে মহুরীগঞ্জ ব্রিজ এলাকায় চলে যায়। বাকি দুটি ট্রলারে বালি উত্তোলনের সময় এলাকাবাসী বাধা দিলে ট্রলারে থেকে বেলালের নের্তৃত্বে ১২/১৩ জন সন্ত্রাসী গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর পর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিদাস পাহালিয়া নদীতে গত ৩ দিন ধরে রঘুনাথপুর এলাকার মোবারক ঘোনায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী লোকজন । এতে ওই এলাকায় ভাঙনের আশংকা দেখা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
/এআর/