আখাউড়ায় বিজিবির গাড়ির ধাক্কায় আহত ৭

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির খাবারবাহী গাড়ির ধাক্কায় চালকসহ সাত ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আলফু মিয়া (৬৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-আগরতলা মহাড়কের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আলফু মিয়া (৬৫), নুরপুর গ্রামের শোভা মিয়া (৫০) ও একই গ্রামের কাউছার মিয়া (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তালুকদার জানান, বিজিবির খাবারবাহী একটি গাড়ি আখাউড়া আসার পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে একজনকে ঢাকায়, দুজনকে আখাউড়ায়, দুজনকে ব্রাহ্মণবাড়িয়া ও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে আহতদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। আগে তারা সুস্থ হোক তারপর অফিসিয়ালি বিষয়টি দেখা হবে।

আরও পড়ুন:
ছেলে বড় হয়ে বিচারক হোক চান না মা

/বিটি/