বান্দরবানে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

হরতালপার্বত্য ভূমি কমিশনের সংশোধিত আইন বাতিল ও বান্দরবান নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে বান্দরবানে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাঙালিদের পাঁচটি সংগঠন।মঙ্গলবার বিকালে সংগঠনটির নেতারা বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করে।
হরতালের সমর্থনে সংগঠনগুলোর নেতা-কর্মীরা বৈঠক শেষে সন্ধ্যায় বান্দরবান শহরে লিফলেট বিতরণ করেছে।
সমঅধিকার আন্দোলন পরিষদের বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোস্তফা জানান, গত রবিবার হরতাল পালন করার কথা থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা থাকায় তা বাতিল করা হয় তাই বুধবার হরতাল পালন করা হবে।
বৃহস্পতিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে একই দাবিতে হরতাল পালন করা হবে।

হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হলো- পার্বত্য সমঅধিকার আন্দোলন পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ, জাগো পার্বত্যবাসী ও বাঙালি ছাত্র পরিষদ।

প্রসঙ্গত, আতিকুর রহমান ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

/এআর/