পাহাড়ি জনগোষ্ঠীও সরকারি খরচে আইনি সহায়তা পাবে

খাগড়াছড়িখাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ইনামুল হক ভুইয়া জানিয়েছেন, সমতলের লোকজনের মতো কোনও আর্থিক এখতিয়ার নির্ধারিত না থাকায় সকল পাহাড়ি জনগণই সরকারি খরচে আইনি সহায়তা নিতে পারবেন।
সোমবার (২৪ অক্টোবর) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথাগত পাহাড়ি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইনামুল হক ভুইয়া এসব কথা বলেন। প্রত্যন্ত পাহাড়ি জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের বিষয়টি সম্পর্কে অবগত করানোর জন্যই ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইনামুল হক ভুইয়া জানান, ‘সমতলে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রের সংজ্ঞা নির্ধারণ করা হয় আয়ের উপর নির্ভর করে, কিন্তু পাহাড়ি জনসাধারণের ক্ষেত্রে এই ধরণের কোনও মাপকাঠি নেই। মূলত পাহাড়ি জনসাধারণকে অনগ্রসর বিবেচনায় সরকার তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে।’
সরকারের এই পদক্ষেপের কথা প্রত্যন্ত ও দুর্গম এলাকার পাহাড়ি জনগণকে জানানোর জন্য পাহাড়ি নেতাদের আহবান জানান তিনি। সভায় পাহাড়ি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা প্রধান ও গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, মৌজা প্রধান স্বদেশ চাকমা, কার্বারি রনিক চাকমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এসএ/