কুবি’র ছাত্রলীগ নেতা খালিদ হত্যাকারীদের বিচার চায় পরিবার

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে নগরীর একটি কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করেছেন নিহত খালিদের মা ফাতেমা আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে খুন হয় তার ছেলে খালিদ। এ ঘটনায় ওই দিন রাতেই সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেকুর রহমান। এই মামলায় বিপ্লব নামে একজন জেলহাজতে রয়েছে।
তিনি আরও বলেন, থানায় দায়ের করা মামলায় প্রকৃত দোষীদের নাম না থাকায় আমি হতবাক ও বিস্মিত হয়েছি। আমার ছেলের সহপাঠী প্রত্যক্ষদর্শীদের এবং অন্যান্য মারফতে জানতে পারি ঘটনার প্রকৃত খুনি কারা। পরবর্তীতে আমি গত ১৯ অক্টোবর আমার ছেলের খুনের জন্য সরাসরি দায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লব চন্দ্র দাস, রেজা-ই-এলাহী, মাসুদ ও সোহেল রানার নাম উল্লেখ করে কুমিল্লার আদালতে আরও একটি মামলা দায়ের করি। আদালত ওই চারজন আসামির নাম আগের মামলায় অন্তর্ভুক্ত করে তদন্ত সাপেক্ষে মামলার চার্জশিট দাখিলের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে সাইফুল্লাহর বাবা জয়নাল আবেদীন, মামা আবদুল আউয়ালসহ তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খালিদের প্রকৃত খুনীদের দ্রুত বিচার দাবি করেন।

এ বিষয়ে মামলার তদন্তের দায়িত্বে থাকা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল আলম জানান, আদালতের নির্দেশে তারা ওই চারজনের নাম মিলিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

/এআর/