'নেতার' মুক্তির জন্য ৩ বাঙালিকে অপহরণ, ৪ লাখ টাকায় মুক্তি!

খাগড়াছড়ি‘সম্প্রতি গ্রেফতার হওয়া ইউপিডিএফ সমর্থিত নেতা বিপুল চাকমার মুক্তির জন্য অনেক অর্থের প্রয়োজন। এ জন্যই আমাদের অপহরণ করা হয়। ২০ থেকে ২৫ জন সশস্ত্র অপহরণকারী আমাদের তুলে নেয়। নির্যাতন করা হয়েছে বার বার, কবর খোঁড়া হয়েছে। শেষ ইচ্ছার কথা শুনেছে। তবে শেষে চার লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি।’ অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে এসব কথা জানিয়েছেন রামগড়ের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল খায়ের, মো. শাহজাহান ও মোস্তফা মিয়া।

জানা গেছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার শশ্মানটিলা এলাকার দুই ভাই আবুল খায়ের (৪৮) ও শাহজাহান (৪০) এবং বল্টুরাম টিলার মোস্তফা মিয়া (৩৪) কলা কেনার জন্য উপজেলার পিলাক ঘাট এলাকায় যান। এ সময় কয়েকজন অস্ত্র ঠেকিয়ে তাদের অপহরণ করে। পরে মাটিরাঙ্গা উপজেলার মাইঝ্যা পাড়া এলাকায় গভীর জঙ্গলে নিয়ে হাতপা বেঁধে শারীরিক নির্যাতন করে এবং ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। টাকা দিতে দেরি হওয়ায় তিনজনের জন্য অপহরণকারীরা কবরও খুঁড়ে ফেলে। শেষ বারের মতো নামাজ পড়তে বলে অপহৃতদের।  

অপহৃত মোস্তফার বড় ভাই আলম জানান, বুধবার দুপুরের দিকে ঘরের মোবাইল ফোনে তার ছোট ভাইয়ের কল আসে। তিনি (মোস্তফা) জানান তাকেসহ তিনজনকে অপহরণ করা হয়েছে। বিকালের মধ্যে মোট ৯ লাখ টাকা পরিশোধ না করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও ফোনে জানান মোস্তফা। পরে অপহরণকারীদের সঙ্গে দেন-দরবার করে ৪ লাখ টাকায় রফা হয়। সন্ধ্যার আগেই দুই লাখ ৫০ হাজার টাকা পাঠানো হয়। বাকি টাকা মুক্তির পরে দেওয়ার সিদ্ধান্ত হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনজনকে মুক্তি দেওয়া হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, ‘এ ঘটনায় অপহৃত একজন বাদী হয়ে রামগড় থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি আইনে মামলা করেছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনা দ্রুত জানাজানি হয়ে যাওয়ার পর পৌরসভার বল্টুরাম এলাকায় বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বিক্ষোভে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা অপহরণকারীদের শাস্তি দাবি করেন। এক পর্যায়ে ইপিডিএফ (সংস্কার) রামগড় উপজেলার সভাপতি হরি সাধন বৈঞ্চবকে  জনতা আটক করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। নিরাপত্তা জোরদারে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন- 

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এফএস/