চাঁদাবাজি ঠেকাতে জীবন দিতেও প্রস্তুত আছি: বীর বাহাদুর

চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে আমার জীবন গেলেও যাক, এসব ঠেকাতে জীবন বিসর্জন করতেও প্রস্তুত আছি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। বৃহস্পতিবার বিকালে কুহালং ইউনিয়নের লেমুঝিড়ি পাড়ায় ৫০ আসন বিশিষ্ট ত্রিপুরা ছাত্রাবাস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীর বাহাদুরপ্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘পাহাড়ে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরত্ব দিচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কোটি কোটি টাকা চাঁদাবাজি করলেও পাহাড়ের উন্নয়নে কি করছে? যেখানে চাঁদাবাজি চলবে সেখানেই প্রতিহত করা হবে। পাহাড়ে চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’

পার্বত্য জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরার সভাপতিত্বে ত্রিপুরা ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য সা প্রু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন উর রশিদসহ প্রমুখ।

/এমও/