নাফ নদী থেকে রোহিঙ্গাদের ১৩ নৌকা ফেরত

নাফ নদীতে রোহিঙ্গারাকক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে এই রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফে বিজিবি’র ২ নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে ১৩টি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়। এতে সীমান্ত পুলিশের ১২ সদস্য নিহত হয়। এই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। প্রাণভয়ে রোহিঙ্গারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

আরও পড়ুন- 


নাসিক নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে অভিনব কৌশল আ.লীগের

/এফএস/