ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ শফিকুল ইসলাম (৩০)  নামে এক ইজতেমা ফেরত যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবক নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা নাগাদ নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজকে শহীদ আব্দুল হালিম রেলসেতুর নিচে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শফিকুল ইসলাম  ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। তিনি শহরের বর্ডার বাজার এলাকায় মুরগির ব্যবসা করতেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, রবিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ওই যুবক টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ রেলসেতু এলাকায় ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

/বিটি/

আরও পড়ুন:

নূর হোসেন ও র‌্যাবের কমান্ডার তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

যেভাবে ট্রাকের হেলপার থেকে গডফাদার

 

 

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!