মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধকক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান আবদুস সাত্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। মঙ্গলবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে
পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ আবদুস সাত্তারকে পাওয়া যায়। ওই সময় আশপাশের এলাকা থেকে ৬টি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবদুস সাত্তারকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

/বিটি/

আরও পড়ুন:
বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১