একসঙ্গে বসবাস করলে সমস্যা হতেই পারে: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় সহকারী হাইকমিশনারব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণা কালীবাড়িতে গত ১০ ফেব্রুয়ারি হামলা ও মন্দিরের জায়গা দখলের পাঁয়তারার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি দক্ষিণা কালিমন্দির পরিদর্শন করার সময় এই উদ্বেগ প্রকাশ করেন। তবে এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘একসঙ্গে বসবাস করলে সমস্যা হতেই পারে। এটা রাষ্ট্রীয় ব্যাপার। এ ব্যাপারে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’  

মন্দির প্রাঙ্গনে ভারতীয় সহকারী হাইকমিশনার স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্রাচার্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর শরীফ ভাণ্ডারি, রাকেশ বনিক, প্রদীপ চক্রবর্তী, উত্তম পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সিসি ক্যামেরায় ধরা পড়া হামলার দৃশ্য

মন্দির পরিচালনা কমিটির নেতারা এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনারকে কালিমন্দিরে পিস্তল নিয়ে হামলা ও দখলের পাঁয়তারার বিষয়টি অবহিত করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমনাথ হালদার বলেন, কালিমন্দিরের হামলা ও দখলের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি মন্দিরের পাশের বাসিন্দা শফিকুল ইসলাম মন্দিরের ভেতরে তার জায়গা আছে দাবি করে একদল সন্ত্রাসী নিয়ে মন্দিরের জায়গা দখল করতে আসেন বলে অভিযোগ করেন মন্দির কমিটির সদস্যরা। এসময় মন্দিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের অস্ত্রের মহরা এবং অস্ত্র প্রদর্শনের দৃশ্য ধরা পরে।

/এফএস/ 

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া