ফেনীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

ফেনীফেনীতে পুলিশ হেফাজতে নুরুল আমীন (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তবে পুলিশ স্বজনদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

নিহতের স্বজনদের দাবি, গ্রেফতার করার পর নুরুল আমীনকে ফেনী মডেল থানা হাজতে বৈদ্যুতিক শর্ট দিয়ে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

নিহত নুরুল আমীন সদর উপজেলার পাঁচগছিয়া ইউপির দক্ষিন কাশিমপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে নুরুল আফসার মানিক ও ভায়রা ভাই আবুল কালাম আমীন জানান, নুরুল আমীনকে গ্রেফতারের পর পুলিশ বৈদ্যুতিক শর্ট দেয় এবং থানা হাজতে  নির্যাতন চালায়। এতে তিনি স্ট্রোক করে মারা যান।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে নিহতের স্বজনরা বাংলা ট্রিবউনকে জানিয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার শহরের পাগলা মিঞা সড়ক এলাকা থেকে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল আমীনকে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমানকে গ্রেফতার করে। ওই রাতে সে থানা হাজাতে স্ট্রোক করলে তাকে দ্রত ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নতি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়। শুক্রবার ভোরে ওই হাসপাতালে তিনি মারা যান।

/এমডিপি/