কুসিক নির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি

কুসিকে ভোটগ্রহণ চলছেকুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন।


কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে দুটি ভোট কেন্দ্র রয়েছে। একটি হচ্ছে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় অন্যটি নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণের এক ঘণ্টার মধ্যে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ে ১৭৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩০০। আর নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৮৮ ভোটের মধ্যে ২০০ ভোট পড়েছে।
নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রইস উদ্দিন বলেন, ‘ভোটারদের উপচে পড়া ভিড়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। পরিবেশ ভালো এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটনি।’হোচ্ছামিয়া কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৫ বছর বয়সী হাজি আলম হোসেন
হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শহীদুল হায়দার বলেন, ‘আমার কেন্দ্রে এক ঘণ্টায় ৩০০ ভোট পড়েছে। এতো অল্প সময়ে এতো ভোট আগে দেখিনি।’
হোচ্ছামিয়া কেন্দ্রে ভোট দিতে এসেছেন বৃদ্ধ হাজি আলম হোসেন (৮৫)। তিনি বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় ভোট দিতে এসেছি।’
/পিএইচসি/এআর/