জনগণের জয় হয়েছে: সাক্কু

কুসিক নির্বাচনে জয়ের পর সাক্কু। বৃহস্পতিবার রাতে কুমিল্লা টাউন হল মিলনায়তন থেকে তোলা (ছবি- ফোকাস বাংলা)
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জনগণের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ‘কুমিল্লা সিটির নির্বাচনে জনগণের বিপ্লব ঘটেছে। কুমিল্লাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ বৃহস্পতিবার নির্বাচনি ফল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

কুসিক নির্বাচনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাক্কু বলেন, ‘কুমিল্লাবাসী আমাকে ভোট দিয়ে আবারও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করল। তাদের সুখে-দুঃখে আমি সবসময় পাশে থাকব। আমি সর্বস্ব ত্যাগ স্বীকার করব তাদের জন্য।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। আজ ১০১টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল। ফলাফলে বিজয়ী বিএনপি প্রার্থী সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় কুমিল্লা নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করা হবে।

/টিআর/এমএনএইচ/