অপহরণের দুই ঘণ্টার মধ্যে দুই শ্রমিককে উদ্ধার

খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যেই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ৪৩-ব্যাটালিয়ন বিজিবি ।

রামগড় ৪৩-ব্যাটালিয়ন বিজিবির কমান্ডার লে. কর্নেল জাহেদুর রশিদ জানান রামগড় উপজেলার ঢাকাইয়া কলোনি এলাকায় আট লাখ টাকা ব্যয়ে একটি ছোট সেতুর কাজ চলছিল। এই কাজের জন্য পাহাড়ি সন্ত্রাসীরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বুধবার সকাল ১০টার দিকে সেতু এলাকায় হামলা করে। এসময় অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও নুরুল ইসলাম ও ইসমাইল হোসেন পালাতে পারেননি। সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে বিজিবি সদস্যরা। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর বুধবার দুপুর ১২টার দিকে রামগড় উপজেলার চৌধুরী পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের রামগড় নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

/জেবি/

 আরও পড়তে পারেন : বাঁধ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে সিলেটে দুদক