সাজেকে তীব্র খাদ্য সংকট: ১০ মে.টন ত্রাণ বিতরণ

18289802_1458634714201574_220904724_oরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রুইলুই পাড়ায় ১০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।

খাদ্যশস্য বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সবির কুমার চাকমা, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও সুমিতা চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

18317938_1458635264201519_12267093_oবিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যরা বলেন, যেকোনও সংকট সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে। যেকোনও প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদ মানবতার সেবায় নিয়োজিত থাকবে উল্লেখ করে সদস্যরা বলেন, দুর্গম এলাকার কোনও মানুষ যাতে না খেয়ে থাকে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মনোবল না হারিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, সাজেক ইউনিয়নে জুমিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোতে গত তিন মাস ধরে তীব্র খাদ্য সংকট চলছে।বৈরী আবহাওয়ায় জুমের ফলন ভালো না হওয়া ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের কারণে সাজেকের দুর্গম ১৫-২০টি গ্রামে খাদ্যের অভাব দেখা দিয়েছে।

/বিএল/