চট্টগ্রাম বিএনপির দুই নেতাকে অব্যাহতি

বিএনপিদলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসান।

মাহবুবের রহমান শামীম বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুয়েল ও আব্দুল্লাহ আল হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও  জানান, এ ব্যাপারে কেন্দ্র থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠি আমাদের হাতে এসেছে। তাদের বিরুদ্ধে দেওয়া দলীয় সিদ্ধান্ত আজ  বুধবার থেকে কার্যকর হবে।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, গত ২ মে উত্তর জেলা বিএনপি এবং পরদিন দক্ষিণ জেলা বিএনপির কর্মী সমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ওই দুই সমাবেশে জুয়েল ও আব্দুল্লাহ আল  হাসানের নেতাকর্মীরা প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

/বিএল/