কক্সবাজার বিমানবন্দরে মাটি খুঁড়তে গিয়ে বোমা উদ্ধার

কক্সবাজার বিমান বন্দর থেকে বোমা উদ্ধারকক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য রানওয়ে খনন করতে গিয়ে গ্যাস সিলিন্ডার আকৃতির তিনটি পুরনো বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিমানবন্দরের দক্ষিণ পাশের রানওয়ে থেকে একটি এবং দুই তিন ঘণ্টা পর কাছেই আরও দুটি বোমা উদ্ধার করেন নির্মাণ শ্রমিকরা। বোমাগুলো ব্রিটিশ আমলের হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। শুক্রবার বেলা ১১টার দিকে সেনা সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেছেন। 

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্যাস সিলিন্ডার আকৃতির তিনটি বোমা পাওয়া গেছে। নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে এগুলোর সন্ধান পান। বিষয়টি আমাকে অবহিত করা হলে বিমান বাহিনীর লোকজনকে খবর দেওয়া হয়। পরে তারা সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে জানান। সেনাবাহিনী এসে বোমাগুলো নিষ্ক্রিয় করেন।’

তবে সাধন কুমার মোহন্ত জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এই বোমাগুলো হয়তো ব্রিটিশ আমলের তৈরি। যা এতদিন সবার অগোচরে মাটিতে চাপা পড়েছিল।

/এফএস/

আরও পড়ুন-
দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তে ফাঁক রাখতে চায় না পুলিশ